প্রদীপের আলোয়,তোমার আবির্ভাবে
যেন হৃদয় আজ ধন্য,
প্রতীক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত শুধু
কেবল তোমার জন্য ।
নক্ষত্র নিয়ন্ত্রিত মন গ্রহে এসেছ,
স্নিগ্ধ পরশ পেতে,
ভালোবাসার অভিসারে ,ঐ সীমান্তের
রাত জাগা চাঁদের সংসারেতে ।
উল্লাসে লেলিহ জিহ্ব আজ পিপাসায়
কাতর ,রক্তলিপ্ত যৌবনে
সূবর্ণ শৃঙ্খলে বন্দি করবো,তৃষাতুরা,
মন কাননের মৌ-বনে ।
উষ্ণীষ বাহুডোরে শৃঙ্খলিত করে,
ঘামাবো তুষার জল রাশি,
সুপ্ত অবসন্ন প্রাণে ইস্পাত দহন
পোড়াবো আঁধারে নিশি ।
রচনাকাল
১৪।০৬।২০১৫
ইউ এ ই ।