উষ্ণীষ মনে দোলা দিয়ে যায়,হরিণদৃষ্টি চোখে
সুষুপ্ত প্রকোষ্ঠতলে উৎসারিত উল্লাস,জীবন পাথেয় মুখে ।
রুদ্ধশ্বাস আজ বসন্তের পরশ,ভালোবাসার শিরোনাম,
অদ্ভুত শিহরিত,হিমছায়া বেসামাল,লক্ষ্যের সংগ্রাম ।
জয়টীকা পরাবো ভালোবাসার গলায়,শুভ পরিণয়ে,
সুখের রশ্মিটুকু কুড়িয়ে নিব,ছন্দে সুর,তাল লয়ে ।
কম্পমান আবেগে বাসর ঘরে গোপন স্বার সৃষ্টি,
কলি থেকে ফুল ফোঁটাবো মধুর ছোঁয়ায় দেখতে হবে কত মিষ্টি ।
পল্লবিত মনে কত ছবি আঁকি, স্বপ্নের ছায়া ঘর,
নিশ্চল দিগন্তের কুটিরে যুগলব্যঞ্জনে কাটাবো জীবন ভর।
রচনাকাল
১৩।০৬।২০১৫
ইউ এই