নোঙর ফেলেছি তোমার হৃদয়-বিলে করবো সুখের চাষ,
হাওয়ায় হাওয়ায় উড়ুক আশা,ভরিয়ে তুলবো বার মাস।
স্পর্শে তোমায় ভিজিয়ে দিবো,অধর কাঁপানো সুখে,
আলতো উষ্ণতায় ভাসিয়ে দিব তুষার ভরা মুখে ।
দগ্ধ বক্ষে নৌকা ভাসাবো,পাল উড়িয়ে পলে পলে
প্রাণের দারুণ ছোঁয়ায় ডুবাবো গভীর শীতল জলে।
দুর্বার সুখ আনবো তুলে ক্ষিপ্ত ঢেউ এর কোণে,
দিশেহারা মন করে উচাটন,সুখ খুঁজবো মৌ-বনে।
সঞ্চিত আজ স্বপ্নেরা যত খেলবে রঙ্গিন খেলা,
প্লাবনে ভাসিয়ে স্তব্ধ করে দিবো জীবনের প্রতি বেলা।
প্রাণের আকুতি,তোমার সুখের প্রসতি মোহ কাঁপানো বাগিচায়,
নদী হব,তাতে স্নান করাবো ,জীবনের মোহনায় ।
রচনাকাল
১১।০৬।২০১৫
ইউ এ ই