চঞ্চল মনে, ঠক্ ঠক্ নড়ে, স্বপ্নে বাজে আশার বীন,
থুর্থুরে উড়ে, শিশিরের তীরে চেতনা আজ রঙিন।
নবীন ফুলমঞ্জরীর গন্ধ ভাসে শীতলাতুর তৃষা তনে,
দীপ্তিভরা নয়ন রণে স্বপ্নের আঁশে অধরের সনে।
ঝুমুর ঝুমুর নূপুরের তানে, মন উচ্ছাস সন্ধিক্ষণে,
শাড়ির আঁচল বক্ষে টানে অঙ্গের লাজ নারীঙ্গমে।
নিঝুম গৃহে মোমদীপ জ্বলে,শয্যাতলে ঘামাক্ত জলে
ত্রস্ত হয়ে চকিত ক্ষণে,শরমে শিহরিলো অঙ্গেরপলে।
সঘন মেঘে বরষা আসে , বরষের ঝরসা ঘাসে,
কদম্বকেশর নবমালতী,স্বচ্ছহাসিতে সুখ,শরৎ হাসে।
তৃষিত আজ আঁখির সুরমা, লালহে তৃপ্তিহীন তৃষা,
শরমে টুটে মন বিজুলিজ্বালা সুখক্ষণ না মানে দিশা।
রচনাকাল
১০।৬।২০১৫
ইউ এ ই