পৃথিবী আজ যেন উন্মাদ
তড়িৎ বিভীষিকায় কেবল জ্বলে আর নিভে
আলো আর অন্ধকার,এতেই বুঝি জনমানব গুনে
সেকেন্ডর পর মিনিট,ঘণ্টা'র পর দিন,মাস,অতঃপর বছর
কি ব্যস্তময়ী জগৎ,আমি কার কে আমার কে তোমার ?
তবু ও বেঁচে থাকি,উপভোগের জন্য আয়ু যত দিন
কোন এক অচেনা সুখের আশায় ।
পঞ্জিকাতে আগাম লিখে যায় জ্যোতিষিগণ ,কখন কি হবে !!
তার কত টুকু বিশ্বাসযোগ্যতা আছে আমাদের কাছে ?
হঠাৎ খ্যাপা মেঘের মত বর্ষা'র ঝড় আসে আবার
জষ্ঠি মাসে গ্রীষ্মের দাবদাহ ।
মানুষের জীবন চরিত্র ও তো ঠিক এমনরুপ
ভালো মন্দের সংকলনে তৈরি করেছেন বিধাতা ।
তর্ক করার বদভ্যাসটি একদম ভাল না,
বুদ্ধিশক্তির চালনায় জয়ী হওয়াটাই শ্রেয়,
ক'জন বুঝে সেই পন্থা ?
আলাপে প্রলাপে হাসি-উচ্ছ্বাসে,হেলায় চঞ্চল মতিতে
জীবন কে গড়া মৃণালভুজের ললিত বিলাস ছাড়া আর কিছুই নয়।
রচনাকাল
০৮।০৬।২০১৫
ইউ এ ই ।