আম্র কাননে কঙ্খ বসিয়া
ডাকিতেছে অনির্বাণ
কি-বা শুভ কি-বা অশুভ
বুঝি না এই ক্ষণ ।
সমীরণ বহে মনের আমেজে
কৃষ্ণ চুড়া পাতা করে শন শন
গহীনে যেন ডেকে উঠে জেগে
হৃদয়ের গুঞ্জন ।
শুধায় তারে ওহে কঙ্খ
ডাকিস কেন বারে বারে
কেমন বার্তা বহন করে আনলি
জীবন পারাবারে ।
কঙ্ক কহিয়া গেলো তাহার কথা
বুঝিলাম না কিছু,
আমার আমাকে চাহিয়া রইলাম
যেথায় থাকনা উচু নিচু।
রচনাকাল
০৬।০৬।২০১৫
ইউ এ ই