ব্যাঙ ডাকছে ঘরের কোণে
প্যঁচা ডাকছে ডালে,
দুষ্ট ছেলে বাজায় -বাঁশি
সাপ আসবে বলে।


হরেক ফিতায় চুল বেঁধেছে
দুষ্ট মিষ্টি মেয়ে,
কোমরতে বিছা ঝুলছে
সাপের ঝুড়ি নিয়ে ।


তন্ত্র-মন্ত্র কি  যেন বলছে
সাপুরিয়া বাইদানী
লাল লিপিস্টিকের নেশার ডালা
ছড়াচ্ছে ঝলকানি ।


রচনাকাল
০৪।০৬।২০১৫
ইউ এ ই