তপ্ত বুকে আজ অনলের খরতাপ
ভেঙে ভেঙে , জ্বলে জ্বলে পুড়ে পুড়ে অঙ্গার
ভাগ্য আমার করলো অমন নিদারুণ ছলনা
শাওন ঘাটের মন দরবার ।

মনের বাঁধনে নিবিড়তায়  বেঁধে,চেয়েছিলাম
মাঘের হিম, শ্রাবণের বৃষ্টিধারার মত ভালোবাসতে
কোন মন্দময়  বিকীর্ণতায় বিস্মৃতি করে অদৃশ্য হয়ে
গেলে চলে গেলে আস্তে আস্তে ?

চৈত্রের তাপে যেমন লেলিহান অগ্নি ঝড়া দুপুরে
মরুতাপে গড়ে তোলে ইমারত ,
মন খাঁচার পাখি তেমন তোমার পিপাসায়
ক্লান্ত হয়ে  হয় নিরাবত ।

বিরাণ ভূমি আজ অটল মহীধর
কষাঘাতে,কষ্টের ছলনায় ,
লোভনীয় হৃদয় কায়া , ছায়াহীন
করে গেলে,যৌবনের অন্তরঙ্গতায় ।

তাল ছিলো মনে, লয় মনে,ছিল জীবন স্বরলিপি ,
কে জানতো সখি,গভীর ভালোবাসার বীণার তার ছিঁড়ে
অন্য তারে সুরের রাগিনী হয়ে পাল্টে দিবে বিধিলিপি ?

রচনাকাল
০৩.০৬.২০১৫
ইউ এ ই