সাদা কাগজে কাঁদি কলমের কালিতে
লিখবো কিছু মনের কথা,
আর তা কবিতা কিংবা,উপন্যাস হোক না
ক্ষতি কি,বৃথা যাবে না ব্যাথা ।
মগজ ধোলায় করি,ভাবতে ভাবতে লিখে যাবো নতশিরে,
আবৃতি করে মনের ঘরের কোণে,
কবিতার চরিত্রে করবো অভিনয়,
লাইনের পর লাইন বেয়ে ভাবের অচিনপুরে ।
সম্মান করি বাংলা শব্দের,বুননে ভাবের নাইকো কোন অভাব,
যেথা যাই,যত ভাষা পাই,পড়তে চাই ভাব খুঁজি সেথায়,
কোথাও পাইনি এমন ভাবের তরী,
মধুর ভাব,যেন বাংলা শব্দের স্বভাব ।
রচনাকাল
২৮।০৫।২০১৫
ইউ এ ই ।