হেঁয়ালি মন করে উচাটন,শিরীষের বুকে,
মনের আকাশে,কামনা জেগেছে প্রাণে,
হৃদয়ে কোণে পিনপিন আনচান,
চলন বিলে,তোমার উদাসী মনের সনে।
বক্ষ ক্ষীর নদী, পদ্ম ভাসায়,নিয়তি-মানে না বাঁধা
রঙের টিপ কপালে পড়ি,নূপুর-পরা পায়ে,
মনের পথে আসে নানান ধাঁধা!
আঁখি তুলি দিয়ে সাজাই,তুলসী-ফুলের মঞ্জরী
জীব্ন আল্পনা,হরেক রঙের মিশন,
চিত্ত ভাবে তার,মতের খেয়ালে,মাঝ নিশি্তে,
বাঁশরীর সুর বাধাঁ মানে না যেমন।
শাঙন মাসের নবীন তরী ভাসায় মনের সীমানায়
রঙিন ফুলে ভ্রমর উড়ে,মধু আহরণে,তৃপ্ত মোহনায় ।
কাজল কালো আঁখির কোণে,সুরমা লাগায় ভুরি,
চঞ্চল মন আন্মনা হয় ক্ষণ,তোমার কোমল পরশে
ছুটে চলে বৃন্দাবন,মন করে গেলে যে চুরি ।
রচনাকাল
২৭।০৫।২০১৫
ইউ এ ই