এক সিন্ধু স্বপ্ন শুষি নিদ্রার ঘরে চাষ ,
তৃষ্ণার অনলে প্রলয় ক্ষেপে লেলিহ জিহবার আঁশ ।
তৃষিত প্রেমের দুর্বার আকাঙ্ক্ষা মনের কোণে বাস,
ক্ষুধাতুর মন করে উচাটন, গর্জে উঠে নীলাকাশ ।
রহস্য রাণীর রসের সাগরে ঢেউ এর কলতান ,
অতৃপ্ত ক্ষুধা,বুকে-ছাপা প্রীতি,সুধা তপ্ততান।
লাজে শঙ্কিত আঁখিপাতে বিছানো,সুরমা শিশির ভেজা ঘাস,
অনাদৃতা ভাষা মনের গহীনে, রঙ ধনু রূপের আঁশ ।
উগ্রসুখে যৌবন মোহনায় উথাল পাথাল ঢেউ,
চন্দ্র বিন্দু কেঁপে কেঁপে বসে মধুবনে মৌ ।
রচনাকাল
২৬।০৫।২০১৫
ইউ এ ই