তোমার আহ্বান আমাকে ব্যাকুল করেছে সখি তীব্রতর,
মনের মোড়ে ফাঁকা ময়দানে এক দিন তুমি এলে,
ভালোবাসার সমৃদ্ধ বিপ্লবী  রুপে,
অচেনা কত সুখ,একসূত্রে যে বাঁধা হয়ে গিয়েছিলো অনন্ত নীশিথে অবিরাম।
ভাবিনি সেই দিন আমি যে এক  নর !!
ভেবেছিলাম আমি-ই তোমার মনের মুখরিত  ধ্বনি,
এক পশলা সুখ,মন বন্দরে ভীড় করেছিলো তোমার উত্তাল আলিঙ্গনে নীলাকাশে,
কিন্তু কে জানতো শুভ্র মেঘের আড়ালে ঘন আঁধারে ঘনিভুত কালো মেঘ ফিরে পাবার
তাড়নায় শ্লোগান ধরবে থরোথরো,মনের তরুপল্লবে ।

তুমি এসেছিলে...হ্যাঁ তুমি এসেছিলে,
আমার স্বপ্নের ফুলে অচেনা থেকে চেনা ফুল হয়ে ফোটে ছিলে মনের বাগিচায়,
আমাকে বানালে মালি,
সূর্য-বিকিরণ রোদ্দুরে তোমার উষীষ ছোঁয়া  আমাকে পাগল করে তুলতো,
সুখ বিন্যস্ত আশ্চর্য নির্বাক মন দিগন্তে ঘনায়িত ভালোবাসা,
মুহূর্তে  নিঃশব্দে মনের ময়দানে আমি চোখ বুঝে সেই সুখ আহরণ করতাম ,
তুষারের টলমল ফোঁটা ফোঁটা জলরাশি তোমার উত্তাল শরীর থেকে ।
অথচ আজ কোন অস্ফুট স্বপ্নের ফুলের বিছানার চাদর হলে,
অসহ্য সূর্যের তাপে আমায় দাহিত করে প্রগল্‌ভ নিষ্ঠুর হতাশায়।


রচনাকাল
২৪।০৫।২০১৫
ইউ এ ই