আমি গভীর শিহরণে মেতে উঠি তোমার
অনিবার আগমনে নিশি কালে স্বপ্নে
ঝিম্ঝিমে চোখে, অপলক বদনে ,
ধ্যান ছিলো তোমার মগ্নে ।
নবীন উষার জমকালো প্রভাতে
কিরণ যেমন করে ঝিকমিক
শুন্যতায় থমথমে রাতে,মনখরা মাঠে
খুঁজি অবিরাম তোমায় চৌদিক ।
আবছে আলোর স্যাঁতসেঁতে শ্বাসে
তোমার অস্তিত্ব বয়ে যায় ,
ভিজা চোখের জলে,খরতার তাপে
দহন মন অঙ্গার, পুড়ে ছাই !!
স্বপনঘোরের উল্লাসেতে জেগে উঠি বারংবার
তুমি এলে ঘর দরজায়,কড়া নেড়ে গেলে
আচমকায় চমকে উঠে মন দরবার ।
মন বন্দরের তীরে ,নোঙ্গর ফেলে সখা
রচনা করলে মিলননিশার শশী!
আজ কেন তুমি উজান গাঙ্গে ঢেউ ছিরে
হলে অন্য ঢেউয়ের কলসী ?
রচনাকাল
২২.০৫.২০১৫
ইউ এ ই