আমি রোবট হতে চাই
একেবারে পুরো টা কবিতা প্রেমী
ভাষা প্রেমী,শব্দ প্রেমী,কাহিনী প্রেমী
যেখানে থাকবে,
জীবন জিজ্ঞাসা,বিবর্ণ অতীত,
মানবতা,শ্রদ্ধাবোধ, প্রেম,উৎসর্গ,
সম্প্রদান,জীবন যেখানে যেমন,
জীবন কাহিনী ইত্যাদি।
আমি কবিতা হতে চাই
কবির কলমের কালিতে জ্বলজ্বল করবে
আমার শরীর,অগোছালো কথা গুলো কে
গুছিয়ে কবিতার বসন পরিধান করাবে আমায়।
ভিন্ন ভিন্ন রূপে সাজাবে আমায়,ভিন্ন অলংকারে,
দারুণ ভাষার বুননে আমায় হাসাবে,কাঁদাবে,
কবির মন নীলিমায়।
আমি ভাষার শব্দ হতে চাই
নিখুত গড়ন কবিতার নেকাব হয়ে
আকাশের তারা'র মত মিটিমিটি ঝিকিমিকি
জ্বলে কবিতার শরীর রাঙ্গিয়ে দিয়ে,অদ্ভুত
শিহরণে কবির ভাষ্য কে আমেজ দিয়ে
ভাসবে ভাষার অথৈই জলে,বাঁধনে
জড়াবো বাহুডোরে ।
রচনাকাল
২০।০৫।২০১৫
ইউ এ ই