অবিরাম এই কষ্টের পাল বড্ড বেসামাল,
স্তব্ধতা ব্যাথাতুর মনে,কাঁদায় সেই তমাল।
স্বপ্ননীড়ে আজ ভাঙা ঢেউ বিন্দু বিন্দু জল রাশি,
ঝর্ণা ধারার মত ঝরছে কেবল,আঁখিপাতে দিবা নিশি ।
শ্বাপদচক্ষু জোয়ারে ভাসে জর্জর প্রেম নেশায়,
তৃষাতুরা আঁখিদ্বয়ে ,নদী স্রোত ধারা বহে,মনের বিরাণ আঙ্গিনায় ।
পর্বত সম ভালোবাসার চাষ করে ছিলাম এই মন মন্দিরে ,
অকারণে কী ব্যাথায় ব্যাথিয়ে দিয়ে গেলে,স্বপ্নের নীড় জুড়ে ?
প্রেমলীলায় মাতিয়ে রাখতে সখা,বুকে পোষা রঙ্গিন স্তবকে,
একাকীত্ত আজ ফুঁপিয়ে কাঁদায়,নিদারুণ যন্ত্রণার ছোবলে ।
গগণ পানে শুভ্রতায় ভরা,সাদা মেঘের মেলা ,
কি দোষে অচেনা,করছো তুমি খেলেছ প্রেমের খেলা ?
রচনাকাল
১৮।০৫।২০১৫
ইউ এ ই