চাঁদের আলো পড়ছে ওরে
খোকন সোনার গায়,
ঘুম পাড়ানী মাতা শশী
আদরের শেষ কোথায় ?
হাত পাখার ঐ তালে তালে
গাইছে ঘুমের গান,
নীরব রাতে পতির সথে
মধুর অভিমান।
ভোরের আলো খোকা জাগিলো
শিশির ভেজা হাসি,
খোকার হাসি বাজায় বাঁশি
সুখেরা রাশি রাশি।
সর্ষে তেলে বাবুর গায়ে মেলে
খোকা স্নানান করে,
আজি তা থৈ তা থৈ করে খেলা
ছোট গামলা সরোবরে।
খোকা আঁচল তলে খেলার ছলে
দুগ্ধ পান করে,
বড় সতেজ হাসি মন উদাসী,
আনন্দ না ধরে।
রচনাকাল
১৭।৫।২০১৫
ইউ এ ই