আজ যে শিশুটি  জন্ম নিবে,অবাক হবে মন,
জন্মে দেখবে সর্বদিকে ,অন্যায়ের  আচরণ ।
অবাক পৃথিবীর আলো বাতাস অচেনা ত্রাস,
সময়ের কাজ সময়ে হয় না শিশুর বড় লাজ ।

খাবার নেই কারো ঘরে ,ফুটপাতে বসবাস,
কারো কারো দামি গাড়িতে বেড়ানোর অভিলাষ।
রক্ত ঝড়ছে হানাহানিতে,ক্ষমতার লোভে বড়াই,
পথের পথিক বড় অসহায়,ধুমড়ে পড়ে গড়ায়।

নতুন দেশের ধর্মঘটে,এবার করলো ইতিহাস,
এই সমাজ যেন অচল,আজ জীবন্ত এক লাশ।
শিশুটি  শিখবে কি আজ দেশের কাছে,অনুনয়,
ভালো কিছু শিখার আগে,মন্দ শিখবে বড় ভয়!!

শিশুর কোমল হৃদয়, ঘৃণিত আজ অরণ্য ক্রন্দন,
জাগবে কি করে  নতুন  প্রজন্ম, নববধুর রন্ধন ।
অত্যাচারিত গৃহবধু ,বিবেকের দংশনে এই মন,
কবে আসবে সেই স্বর্গপুরী,কলির যুগের শাসন।

রচনাকাল
১৬।০৫।২০১৫  
ইউ এ ই ।