লোকটি  সাধু কে দিলো গালি
     সাধু হাসিয়া কয়,
মানব জীবন অতি ছোট্ট বাছারে
  মনে কি তোমার লয় ?

লোকটি ভেঙচি কাটিয়া বলিয়া উঠিলো,
       করিনি কোন পাপ,
যদি ও করিয়াছি মনের অজান্তে ঈশ্বর
     করিবেন আমায় মাফ।

সাধু হাসিয়া  কহিল ওহে  বৎস
     বিশ্বাস দেখিতেছি ঢের,
সারাটা জীবন পূর্ণের খুঁজে কাটাইলাম
  সময় পেরুলো পাইনি টের।  

লোকটি সাধুকে আবার দিলো গালি
      সাধু কাঁদিয়া কয়,
ওরে  নির্বোধ বালক বুঝিবে তখন
    মানবের  আত্মা ছোট নয়।

লোকটি আবার হাসিলো ক্ষিপ্ত সুরে
    মারিলো সাধুর গায়,
মারিয়াছিস ওরে বেশ করিয়াছিস বাছা
  তবু স্রষ্টার নাম লইবি আয় ।  


রচনাকাল
১৫.০৫.২০১৫
ইউ এ ই