ওরে ও বন্ধুরে তুই
একটু ফিইরা ছা'
দুখের ঘরে করছি  বাস
মনের মাঝে ঘা।

সেই গেলিরে বৈশাখ মাসে
কালবৈশাখীর ঝড়ে,
সেই ঝড়ে তে বক্ষ ভাসে
শুধু তোমায় মনে পড়ে।

ও বিধি তুই দে না তারে,
আমার মনের ঘরে,
আদর করে সোহাগ দিব
তারে মনে পড়ে।।


চাঁদেরহাটে বসে বসে
ওরে গাইছি কতো  গান,
জোছনা রাতের  ঝি ঝি পোকা
মোদের কথা শুনতো পেতে কান।


রচনাকাল
১৪।০৫।২০১৫
ইউ এ ই



গানিটি রেকডিং এর জন্য প্রস্তুত হচ্ছে।