মাগো,কত দিন দেখিনি তোমায়,বড্ড দেখতে ইচ্ছা করছে,
প্রবাস জীবনে প্রতিটি পলে তোমার অভাব অনুভব করি মা।
একাকিত্ত  জীবনে হাহাকারে বুক ফাটে তোমার শুন্যতায়
মাগো মনে পড়ে সেই দিনের কথা?
ছোট্ট একটি বিষয় নিয়ে আমাদের কথার ঝাল চটেছিল।
আমি না হয় তোমার অবুঝ খোকা,কেন শুধরে দাওনি?
জীবনের স্বরলিপি কাছে ঘেঁষে আদর করে।
তুমি অভিমানে কাটালে রাত আমার আর  অমাবস্যা।
সত্যি মা আমার ও ঘুম হয়নি ঐ কঠিন সময়টাতে।
অসহ্য কষ্টে কেঁপেছি সারাটি রাত।
কেঁদেছ এই অবুঝ মন।চটপট করেছিল এই অন্তর।
মাগো আমায় তুমি ক্ষমা করো না।
আমায় তুমি অভিশাপ দাও.......
দরকার নেই, স্নেহ মন ভালোবাসাযুক্ত আবেগ।
তোমার মান আমি দিতে পারিনি মাগো,
তোমার এই দুষ্টু খোকা  বড় বেইমান।
মাগো তবু আমি তোমায় অনেক ভালোবাসি
তোমার চরণতলে আমায় একটু আশ্রয়দান কারো।

মরনের ক্ষণে তোমার কোলে জেন হয় শেষ নিশ্বাস,
জন্ম নিয়ে তোমায় দেখেছি মাগো মরন কালে তোমার কোলে।

রচনাকাল
১০।৫।২০১৫
ইউ এ ই।