আমি  তোমারে বলিতেছি আজি সন্ধ্যালগনে
               মোমদীপ জ্বালিয়া রাখিও,
পিছনের দরজায় আমায় দেখিবে তবে,
                 চুলে সুবাসিত তেল মাখিও।

নীরব রাতে পুষ্প হাতে আসিবো সখা
      গুঁজে  দিবো তোমারি কালোচুলে,
হালকা আদরে ভরাইয়া দিবো ওগো আদরিনী
            কুল ফুলে কানের দুলে।

চাঁদের জোছনায় তোমায় দেখিবো  চাহিয়া
                 চঞ্চল চিত্ত জাগানিয়া মনে,
তোমারি অধরে আজি প্রেমের ফুল ফুটাইবো
                   হাসিবো সুখের সনে।

হরেক রকম কাব্যের ঘরে গাইবো সুরে,
                প্রেমের  কবিতা পাঠের  সুখ ,
আমায় তুমি ডাকিবে তখন প্রেমেন্দ্র কবি
              আমি চাহিয়া রইবো তোমারি মুখ।

তোমারি আঁচলের বাতাস  শিহরণ জাগিবে
             মুছিয়া দিবে  লোনা জলে ঘাম,
পরশ মাখা রাতের সুখের সুধায় ভাসাইয়া দিবে
              বুকে তোমারি  প্রেমের নাম।



রচনাকাল
০৮। ৫।২০১৫
ইউ এ ই ।