আমি অপলক নয়নে চাহিয়া রহিয়াছি
কন্যার নয়ন তলে রূপের ক্ষীর,
আজি প্রভাত রবির আলো ফুটিয়াছে বুঝি
আমার ভালো লাগিবার নীড়।
তাহার চাহনি আমায় ভাবাইয়া তুলিয়া লয়,
সদ্যউদিত গোলাপের আলো,
সুবাসিত করিয়া ছুটিতেছে কালোরঙ চুলে
তাহারে লাগিয়াছে বড় ভালো।
মনের আনাচেকানাচে তোলপাড় আজি
তাহারে নজর এড়ানো দায়!!
ঠোঁটের হাসিতে পাগল করিয়াছে ঝলকে
ভাসাইলো প্রেমের দরিয়ায়।
জানিনা তাহার নাম ঠিকানা, প্রেমের সুতায়
বাঁধিলাম তাহার অচেনা মন,
আজি ঘর বানাইলাম তাহার রূপের জমিনে
ভালোবাসি বলিয়া বেড়াই সারাক্ষণ।
তাহার আঁচল উড়িতেছে বেহায়া বাতাসে
ক্ষণে ক্ষণে লুকানো জায়গাজমি,
ভাসিয়া উঠিতেছ চোখের সামনে দিয়া,
তাহার রূপের গগণ চুমি।
আমি কয়েককদম সামনে আগুয়ান চাহিলাম
তাহার কোমল মুখপানে
কন্যা আজ বড় লজ্জালতা,ভাব দেখিলাম
প্রেমেজর্জর দুটি কোমল মনে।
রচনাকাল
০৭।০৫।২০১৫
ইউ এ ই।