আমি এক অভিমানী মানব হে প্রভু,
শোধন করে পাঠালে এই ভবে
দুনিয়া দেখার জন্য এই ব্রম্মান্ড
তবে কেন আবার তুলে নেবার বাহানা?
গড় আয়ুরেখা ষাটে ঝুলিয়েছ
একটু বাড়লে ক্ষতি কি বল?
স্থলপৃষ্ঠ স্বল্পদৈর্ঘ্য জীবনে কি পাই বল!!
শ্বাস দেবার আগেই কেন নেবার বাহানা ?
আমি এক পাপিষ্ঠ জানি,
তবু ও তুমি উদার , ক্ষমাগুণ অসীম।
আকুতি করছি সবার মনে ভালো কিছু করার
ক্ষমতা দাও সুন্দরতমে সতত।
রচনাকাল
০৬।০৫।২০১৫
ইউ এ ই।