পুবের আলোয় রঙ ধরছে উঠরে তোরা উঠ,
মা ডাকছেন আদর করে বাবার ডাকে গোল্লাছুট।
মা ডাকছেন ওরে,খোকা বড় আদরিনী সুরে,
বাবার ডাকে খ্যমচা বাঘা ভয়ে কাঁপছে দূরে।

নিদ্রা আমায় ভর করছে তার মনের মত করে,
কোথায় থেকে কি হল তা জানিনা ঘুনাক্ষরে।
পাশের বাড়ির সেই কাকা টা নালিশ দিল ঘরে,
তার ডাবগুলো সব ভোগে গেলো,বলছে কাতর  স্বরে।

ঘুমের ভানে শুয়ে আছি, লাগছে খুব ভালো,
বাবার ডাকে,মায়ের বাধা, আরেকটু উঠুক আলো।
শাসায় মাকে বাবা কঠিন সুরে গাইছে রাগের গান,
বাবার কন্ঠে বজ্রাসন ভয়ে আমার বুক ফেটে খান-খান।

পাকড়ি বাধা আরেক চাষা ছুটে এসে দিল নালিশ,
তার খোয়াড়ে শুণ্য মুরগী,এই রে আজ পিঠ হবে পালিশ!!
আমি লেপের তলে নাক ডকছি,শুনছি বাবার হুংকার,
আজ বোধহয় রক্ষে নেই বাবার শাসন মাইরের ঝংকার।

একটু পরে বাবা এলেন আমার ঘরে ডাকছেন আদর করে,
আমি চমকে উঠি থমকে গেলাম, বাবার মধুর সুরে।
বাবার মুখে উপদেশাবলি,আমায় নিয়ে গেল বহুদূর,
নিজেকে বদলে দিলাম আমার মত করে আছি প্রবাসের করিডোর।

রচনাকাল
০৫।০৫।২০১৫
ইউ এ ই।