হে মধুমিতা,
মনে পড়ে কোন এক বসন্তঋতুতে বেলাশেষে তুমি আমার হাত ধরে চলছিলে,আমি ও তাই।তোমায় বাসন্তী রংমেশানো শাড়িটা দারুন জড়িয়ে রেখেছিল। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, এই বসন্তের বিকেলের চেয়ে তোমাকে বড় বেশি সুন্দর লাগছে!!
তুমি রাংতা ঠোঁটে একটু মুচকি হেসেছিলে।আমার কাছে মনে হয়েছিল সেটা ছিল তোমার লজ্জাবারণ হাসি।আসলে তাই। তুমি এত টা লাজুকলতা ছিলে সত্যিই তোমার হাত টা ধরতে আমি বুঝতে পারি।কেমন ভয়ানক ভাবে তোমার নরম হাতটি কাঁপছিলো!!
তোমার খোঁপায় জবা ফুল টি গুঁজে দিয়েছিলাম।ওড়নার আড়ালে অসাধারণ লাগছিল ফুলটিকে। আমার ইচ্ছা করছিলো তোমার মাথা থেকে ওড়নাটা সরিয়ে দেখি জবা ফুলের রূপ।কিন্তু কে জানতো সেই জবা অপেক্ষা তোমার কালোরঙ মেশানো চুল গুলো ছিল ভয়াল সুন্দর।সুবাসিত সুগন্ধে আমায় পাগল করে তুললো।
সন্ধ্যাদীপ জ্বলছে সবার ঘরে।লোমদেখা আধারে আমরা চলছি । তোমার ঘরে ছুটে যাওয়ার বাহানা।আর আমার আরো কিছুক্ষণ কাছের রাখার আকুতি। চোখের উপর চোখ ফেলে তোমাকে দেখার।হঠাৎ তোমার দুটি হাত আমার দুই গালে রেখে বললে "লক্ষীসোনা এবার বিদায় দাও" আমি স্তম্ভিত!! কিছুই বলতে পারলাম না। হাসতে হাসতে তুমি কালোরঙ এর সাথে মিশে গেলে।বাসন্তী শাড়িতে পড়া মেয়েটি কে আর দেখছিলাম আবছা আলোয়।কে জানতো সেই দেখা শেষ দেখা!!
রচনাকাল
২৬।০৪।২০১৫
ইউ এ ই।