আজি তোমারি হিয়া বড় দরদিয়া
ভাসাইলো প্রেমেজর্জর দরিয়ায়,
উত্তাল খেয়ালে আমি সিক্ত হইয়াছি
তোমার অন্দরের মনিকোঠায়।

আলতো করিয়া টানিয়া লইলে
মধুকর পাহারের পরশমাখা বুকে,
তুমি চৈতন্য হারাইলে অতি সুখে গো
চঞ্চল লালাভো জাদুমাখা হাসি মুখে।

হালকা আবরনে সাজিয়াছ দেহ
মোমদীপ জ্বালিত শিহরের আলো,
আমি দেখিতেছি রূপ সে কি অপলক
গভীর নিশিতে লাগিতেছে বড় ভালো।

কালো রাত্তিরে তোমারি রূপের আলোয়
উন্মাদ হইয়া গিয়াছে অবুঝ দুটি মন,
আধার হাসিলো নীরন্ধ্র হইয়া ক্ষণে
সুখের ভেলায় ভাসিয়া গেল সারাক্ষণ।

রচনাকাল
২৪।০৪।২০১৫
ইউ এ ই।