বৈশাখী সাজে সাজছে গ্রাম
চৈত্রের চৈত্রিক ভাব মলিন
কানের দুল,কোমরে বিচা'য়
কন্যা নাচছে নতুন বছরের স্বপ্নিল।

রাখালরাজা ঘুড়ি উড়াই
কত রং বেরঙ তুলির কাজ
দোকান পাটে হালাখাতা হয়
বিনয়বাবু শত ব্যস্তময় আজ।

হিসেব কষে দেখলেন বাবু
দোকানে বাকেয়া  খুব বেশি
গালে হাত দিয়ে বসে ভাবছেন
সব টাকা উঠে আসলে খুশি।

হালাখাতার এক সাপ্তাহ পার হল
দেখা মিলছে না তাদের কাউকে,
গুটি কয়েক এসে জমা দিয়ে গেল
তাতে শান্তনা দিতে পারলোনা নিজেকে।


রচনাকাল
১৩।১৪।২০১৫
ইউ এ ই