আমরা মানব এটা সত্য
মনুষ্যালয়ে বাস
জীবে প্রেম সুখের সুধা
কেন ক্ষমতার জন্য ত্রাস!!
নেংটা ভবে এলাম তখন
কেঁদে ছিলাম লাজে
আজ উস্তর হয়ে মারছে মানুষ
সোহাগির কান্না বাজে।
কত সুন্দর,পরিমল এই বসুধা
গড়েছেন বিধাতা হাতে,
আজ ক্ষমতার জন্য লড়াই করে
গীতা,কোরান জ্বলে প্রাতে।
কেন এই হানাহানীর দাবানলে
পুড়ছে বিধবার ছেলে,
তাজা মন্ত্রী উপর বসে হাসেন
পান চিবাচ্ছেন দীলে।
ওরে বন্দ কর রাজনীতির অমন
কঠিন পাগলপনা
নোংরা রাজনীতি জ্বলছে শুধু
দাবানলে ষোল আনা।
রচনাকাল
১১/০৪/২০১৪
ইউ এ ই।