তুমি আমায় আশ্রয় দিয়েছে  বলে ভালোবেসেছি
            বল সেকি মোর অপরাধ?
তুমি আমায় প্রশ্রয় দিয়েছ বলে তোমার হাত ধরেছি
     বল কেন দিলে ভালোবাসা হীন অপবাদ?

লাল কাগজের খোলা চিঠি দিতে উড়িয়ে পাখির ডানায়
               তুমি জানান দিয়ে ভালোবাসলে!!
আজ মেহেদী রং হাতে মেখে নতুন শাড়িতে সাজলে
              আমায় দগ্ধ অনলে পোড়ালে।

টকবগে অনলের খড় তাপে এই মন জ্বলে পুড়েছ শুধু
                তোমার ছলনার দাবানল
পবিত্র মন ছিল মোর ভালবাসায় মনের দিগন্তে
              আমার প্রেম ছিল অটল।

অজুহাত খুঁজে নরম মনে বিষাদ করে গেলে প্রিয়ে
              প্রেমেজর্জর ছলনার চাবি
বন্দি করে গেলে সকল ভালোবাসার স্বরলিপিগুলো
         তাইতো তুমি হীনা উদ্যমী কবি।


রচনাকাল
১০/০৪/২০১৪
ইউ এ ই