জোছনাকুমারী তোমার রূপে
গাছের পাতা লাজে মরে
নূপুরধ্বনির মধুর আওয়াজে
চাঁদনী আলোর রূপ ঝরে ।
রাংতা ঠোঁটে কমলা রঙ
খেলছে দারুন খেলা
শিশিরধৌত করে শুধু
মনের কোণে মেলা।
আলোর বিকিরণ তোমার প্রতি
জোছনা ভরা রাতে
মন গাংচিল উড়ে বেড়ায় সুরে
থেক আমার সাথে।
এই গভীর রাতে কোলে রেখ
তোমার চাঁদ বদন খানি
তুমি আমার জোছনাকুমারী
ওগো আমার মনের রাণী।
রচনাকাল
০৩/০৪/২০১৫
ইউ এ ই।