গরমে চরমদশা গা জ্বলে হারহামেশা
এরই নাম বুঝি প্রবাস?
লোনাঘামে বক্ষ ভাসে মনের কোণে ত্রাসে
খুঁজি একটু সুখের সুবাস।
এক দেরহামে একুশ টাকা জীবনটা অদেখা
চলছে গাড়ি তাড়াতাড়ি
কখন কি ভাবে কেটে গেল পথের রেখা
দিতে হচ্ছে বিশাল পথপাড়ি।
আপন সজনী অসহায় সুরে কেঁদে বলে
কবে হবে শেষ?
ছোট খোকা ব্বা ব্বা বলে এখনো রয়ে গেল
সেই মমতায় রেশ।
রচনাকাল
০১/০৪/২০১৪
ইউ এ ই
( জীবন থেকে নেওয়া)