ঐ কাননে ফুটেছে কলি রূপের আলোয় মন
রেখে এসেছি একা ঘরে উড়ো কথা বলি অনুরণ।
আজ প্রভাতে উদাস বসে ভাবছি কিছু কথা
মনের মানে অপরাধী আমি বুকে কত ব্যাথা।
চোখের কোণে কালো মেঘের আভা ঝড়ছে ঝড়জল
আলোকরশ্মির হাসি কেন মনে পড়ছে অবিরল?
বুঝি এটাই প্রেম এটাই স্বপ্ন মনের মমতা
সকল কিছুই সইবার শক্তি দিও মনের ক্ষমতা।