চাঁদ কলঙ্ক তোমার গায়ে
লেপেছ সুতার জালে
নূপুর তালে দুলিয়ে নাচো
আমার প্রেমের সমান তালে।

পাল তুলে দাও বাউল গানে
  প্রেমে তোল  সুর
আমি তোমার প্রেমের নাবিক
     জীবন সুমধুর।


ভুলের ভাবনা সাগরতলে
চাপায় পিশে দাও
নতুন ভাবনা নতুন চিন্তা
জীবন গড়ে নাও।

রচকাল
২৪।০২।২০১৫
বাংলাদেশ