আমি চন্দ্রের আলোয় খুঁজি আলোয়ান পুঁথি
স্বরলিপির জালে বুনা.
বরণ ডালা সাজাই কবিতার আঁটি বেধে
নানান রঙবেরঙের খনা।
ছবি সাজাই কবিতার গায়ে প্রচ্ছদের তুলি
মেলায় সেজেছে সং
দলে দলে ছুটেছ সকল কাব্যপ্রেমী দল
কত গদ্য কবিতার ঢং ।
রচনাকাল
২৩।০২।২০১৫