যদি আমার কলমের কালি, হঠাৎ থমকে যায়,
মনের ভিতর লুকানো স্বপ্ন গুলো গহিনে পড়ে রয়,
সেই দিন কি তোমরা আমায় ভুলে যাবে অচিরে ?
যে কিনা ছিলো এতদিন সুখে দুঃখের ভেলায় চরে
সমাজ সচেতন,ভালোবাসার,কবিতা নিয়ে আসরে,
সুন্দরতমে তোমাদের প্রতি প্রেম,শ্রদ্ধা নিয়ে,গভীরে।
আমার যতটুক মেধা, ঢেলেছি সেথা খুঁজেছি মহাসিন্ধু
তোমাদের কাছে শিখেছি শুধু,কিছু দিতে পারিনি বন্ধু,
সেই রাগে অনুরাগে তোমরা কি আমায় দূরে ঠেলে দিবে?
যে দিন আমার ছায়া পড়বে না,এই আসরে দেখবে না,
রোজকার নতুন ফুলে সুবাসিত কানন আর সাজবেনা,
কিন্তু চিরকাল তোমাদের ভালোবাসার কথা মনে রবে।
রচনাকাল
১৪।০১।২০১৫
ইউ এ ই।