আজ দুষ্ট লোকের ভয়ে দেশ কাঁপে,
মারছে ওরে মরছে ওরা ধ্বংস লীলা তুখর ভাঁপে!!
আজ দুষ্ট লোকের দুষ্টামীতে প্রাণ কাঁপে।

এপার ওপার যেদিক তাকায়
ক্ষমতাধারী ক্ষমতার বড়াই,
প্রাণ চলে যার যাক না ওরে ,দেখিনি তাঁদের অনুতাপে।

আজ মরছে শত বাবুই পাখি,
এত কষ্ট কোথায় রাখি!!
নয়ন জলে ভাসছে আঁখি,সেই বিধবা মায়ের শোকতাপে।

আজ সকাল সন্ধ্যা নীরব দুপুর,
পেট্রোল বোমায়  টুপুর টাপুর !!
ফুটছে ওরে, ছুটছে তারা, আম-জনতার পরান কাঁপে।  

আজ গগন জুড়ে কালো ধোঁয়া,
ভয়ে কাঁপছে বনের কাকাতুয়া!!
স্বাধীন দেশে স্বাধীন আমরা,ভাবতে কম্পন জাগে প্রথম ধাপে।

আজ খিঁচুড়ি হচ্ছে ভেঙ্গে চুরে,
ক্ষয়ে যাচ্ছে দেশের সম্পদ ওরে!!
যে গাড়ি টি ভাঙ্গছে তারা,বঙ্গভূমি পাগলপারা তুখর তাপে ।

ওরে আজ ভাবো একবার বঙ্গবাসী,
কিসের নেশায় কেন সৃষ্ট সর্বনাশী?
যে ধন তুমি পুড়ছ জ্বেলে,ক্ষমতা লাভের ছলে,দেশ গড়াচ্ছে অভিশাপে।

হে প্রভু মোদের রক্ষা করো,
সর্বাঙ্গে জ্ঞানের আলো ধরো...
জ্বালাও তাঁদের মেধার প্রদীপ,সুন্দরতমে বুঝাও তাঁদের অনুভবে।

রচনাকাল
১২।০১।২০১৫
ইউ এ ই ।