চোরা বালি চোখে বিঁধে,চোরা কাঁটা পায়ে,
কলির যুগে গাই সভ্যতার গান নিজের খেয়ে।
ক'জন শুনে কাব্যকথা,ছোট্ট রঙ্গিন দুনিয়ায়,
হেসে মেতে কাটায় বেলা, জীবন মোহনায়।

আধা বস্ত্র,হালকা  পোশাক, দেহের গরিমা,
সূর্য হতে ঝরে ধারা,কিছু নারীর অশ্লিল চন্দ্রিমা।
মহাস্রোতে ছুটছে সাহিত্য,ডুবছে অশ্লীলতার ভিড়ে,
এত কষ্ট আজ কোথায় রাখি,যাচ্ছে বুকটা ছিঁড়ে ।

কোমড় দোলানো,সাহিত্য অঙ্গনে,কালো আঁধার মাটি,
বিনোদন নামে চলছে নোংরামো,সাহিত্য অপমানে পাটি।
কাব্যের ছলে,সাহিত্যের বলে,সমাজকে করছে বলিদান,
কুলষিত আজ সমাজ সংসার চাকচিক্য নগ্ন পোষাক পরিধান।

তোমায় অন্তর্যামী গড়েছেন প্রতিমারূপে নিখুঁত তুলির আঁচর,
যা তোমার গোপন রাখার কথা,দেখাচ্ছ কেন  সচারাচর!!
ক্ষণিকের দেহ,জানবে না কেহ,কখন চলে যাবে প্রাণ,
যতদিন বাঁচো,গৌরবের রশি বেয়ে,যতনে রাখো মান সম্মান।

রচনাকাল
১০।০১।২০১৫  
ইউ এ ই ।