. আমি জীবনের কবিতা লিখি,
যখন ধ্যানে বসি, ভাবি রাশি রাশি,জগতে হচ্ছে একি!!
স্বর্গ হতে অসুর দল নেমে এসেছে বুঝি!! ধ্বংস রাজি,
ওরা বিদঘুটে জানোয়ার,ভেঙ্গে সব চুরমার,ত্রাস বাজি।
কবিতায় কাঁদে মন,কি দেখছি সারাক্ষণ,ক্ষমতার দাবানল,
জ্বলে পুড়ে ছারখার, যেন রাবনের দরবার, শোকানল।
ধ্বংসের খেলা,যেন অন্তর্যামী হাসেন বেলা, একি হায়!
কি করছিস ওরে মানব,কেন হলি দানব,মানবতা নাই?
যে কাননে গোলাপ ফোটে,সেখানে বাজি ফাটে,হীনতায়।
ওরে দানব'রা শুনো,
জগতজুড়ে শান্তির পথ ন্যায় এবং মানবতা বুঝোনা কেন?
কেন ছুটে যাও হুজুগে,বখাটের দোজকে নষ্ট ঘষা লালসা,
ভেবে দেখ মন যাচে,পরিবার চেয়ে আছে, তুমিই ভরসা।
যখন তুমি থাকবেনা বেঁচে স্ত্রী-সন্তানের কে আছে এ ভবে,
পেটের তাগিদে দ্বারে দ্বারে সবিদে, তামাশা করবে সবে।
ধরণীর প্রলোভন বুঝবে সে তখন,মন্দলোকের নষ্ট চাউনি,
যে বাগানে মালি নাই,ফুল ছিঁড়বে অবলিলায়,জীবন কাহিনী।
ভবের এই খেলাঘরে আসা যাওয়া চুপিসারে অনন্তকাল,
ভালো কাজ করে দেখো,সুখ কে শুকে দেখ,শান্তি অবিরল।
মাটির সুখ খাঁটি,দুনিয়া শীতল পরিপাটি কেন করো সর্ব্নাশ,
শান্তির পায়রা উড়াও,সুখের দুনিয়া সাজাও,রাখি অভিলাষ।
রচনাকাল
০৮।০১।২০১৪
ইউ এ ই ।