এসো তোমায় এক পরীর গল্প বলি,
পরী যে আকাশের চাঁদ,
সারাটি জীবন রাখলো আলো করে
আমার ছোট্ট প্রাসাদ।
আজো মনের ঘরের আঙিনা-কোণে
বসে আছে চুপটি করে,
চুপিচুপি কখন এসে ডাকছে যেনো
আমার হাতটি ধরে ।
কোন এক কাননে ফুটেছিলো রূপে
দেখে তুলে নিলাম ঘরে,
শোবার ঘরে,খাবার তরে হাসছে যেন
ঠোঁট মিটমিট করে।
তাঁর রসালো ঠোঁটের শিশির জলে
চিকচিক করতো রবি,
কোন এক সাঝের বেলা চলে গেল
পড়ে আছে শুধু ছবি।
অনাগ্রহে বসতে হলো বিয়ে পিড়ি
সংসার দেখার তরে,
কথায় কথায় বায়না ধরে জমি,জমা
সব তাঁর নামে সারে।
আমার অসীম সম্পদ লোভের তরে
জন্মালো বছর শেষে সন্তান,
ছলে বলে কলা কৌশলে সব লিখে
নিলো যন্ত্রণা যেন অবসান।
কিন্তু না,যন্ত্রণা যে বেশ বেড়ে গেলো,
যেন আমি ঝরা ফুল,
তোর বাবা,জ্যাঠাদের কিছুই দিইনি
সে ছিলো আমার বড় ভুল।
কি জবাব দিবো তোর দাদির কাছে,
কেমনে রেখেছি তাদের,
এবার আমার যাবার পালা'রে দাদু
ময়াহীন অসীম দিয়েছি যাদের।
কয়েক দিন হলো কাঁশিটা বেড়েছে
বুকটা ধড়পড় করে,
ঐ তোর দাদি বুঝি ডাকছে আমায়
দুই নয়নে অশ্রু ঝরে।
সেই যে বলে গেলো আর হলো না
কথা,চলে গেলো ছেড়ে
আজ স্মৃতিসাগর তীরে ভাসছি আমি
দাদু তোমায় মনে পড়ে ।
রচনাকাল
০৭।০১।২০১৪
ইউ এ ই ।
বিঃদ্রঃ প্রিয় আসরের সকল সম্মানীত কবি,পাঠক আমার আজকের কবিতাটি জীবনবোধের কবিতা ।আমার দাদুর চলে গেছেন পরপারে বেশ কয়েক বছর হলো , আজ তাঁকে বেশ মনে পড়ছে ,তাঁর চলে যাওয়ার কিছুদিন আগে আমাদের এই কথপোকথন হয়েছিলো , আজ সেই স্মৃতিসাগর তীরে ভাসছি আমি । বড় ভালো লোক ছিলেন তিনি । অনুগ্রহ করে সবায় তাঁর জন্য দোয়া করবেন যেন তিনি যেখানে থাকেন ভালো থাকেন সারাক্ষণ ।