. আজ তোমার জন্মদিন, হাসছে আকাশের চাঁদ,
এসে কেঁদেছ তুমি সবায় হেসেছে, আলোয় ভরা রাত।
ওগো মোর রূপময়ী রুম্পাললনা তোমার জামকালো চুল,
অঙ্গে অঙ্গে ঝড়ছে, অমৃতবৃষ্টি পরশ পাথরে ফুল।
আমি যেন খবর পেলাম,এলে আকাশবীণার সুরে,
অনেক খুঁজে পেয়েছি কিন্তু, তুমি কাছে থেকে ও দূরে।
আয়োজন করে বিধাতা পাঠিয়েছেন, শুধু আমার তরে,
তোমার আলোয় আলোকিত, বউ সেজে ঘরে।
হে অন্তর্যামী অন্তরমাঝে করে দিয়েছ তাঁকে স্থান,
সেই আনন্দে মাতি সারাবেলা ধরে কবিতাস্রোতের বান।
হৃদয় জুড়ে দিও শুধু হাসি-খুশি ভরা, সুস্থ সবল শিখর,
সকল সংকটছায়াশঙ্কিল দূর করো আরতি এ নখর।
আজ তোমার জন্মদিনে বলো কি দিবো উপহার,
অন্তরমাঝে আছো থাকবে চিরদিন,তুমি বন্ধু,সাথী আমার।
শিশিরে ভেজা গাঁদা ফুলের শুভেচ্ছা দিলাম,কবিতায় কেক
আজ তোমার জন্মদিনে বলছি,তুমিবিনে জীবন ব্রেইক।
রচনাকাল
০৫।০১।২০১৫
ইউ এ ই ।