শুধু তাঁদের কথা শুনেছি তাঁদের যেন দেখেছি ,অদ্ভুত মিল,
পূর্বজন্মে ছিলাম যেন তাঁদের সহপাটি,সেই আলোর মিছিল।
আমি যেথা সেথা ছুটেছি,শহর নগর ঘুরেছি,আকাশটা নীল
রাতের আঁধারে,বন-বাদরে দুর্বারগতি,খুঁজেছি প্রাণের বিল।

মনে বুক ভরা স্বপ্ন,দেশটা রত্ন,যকৃতের বিকার বড্ড অমিল
ওরা চেয়েছে কেড়ে নিতে,বাংলার নাম বদলাতে,হইনি শামিল।
তুলে নিয়েছি অস্ত্র,জামা লুঙ্গি বস্ত্র,তপু,আকাশ,পলাশ শিমুল,
এক টুকরো স্বাধীনতা,প্রাণে চাই শুভ বারতা,যুদ্ধে গতিশীল!

মোমদীপ  জ্বেলেছি,স্বপ্নে বাংলার ছবি আঁকছি,দরজায় ঢিল,
লিকলিকে গড়নে, লম্বা জুতা চরণে,আমায় তুলে নিল চিল।
কত রাত কেঁদেছি, ব্লেটে আঁকা পিঠে জ্বলছি,কাঁপছে নিখিল,
কত শত মা-বোন, সুতাহীন অশোভন,মৃত্যুকবলিত পঙ্খিল।

মা কাঁদে, বোন কাঁদে, দেশ কাঁদে দারুণ ফাঁদে,হৃদয়-বিল,
ওদের ক্ষিপ্ত হতে  দেখেছি, নরপশু তেড়েছি, ভেঙেছি খিল।
দগ্ধ,ভগ্ন বাংলায়,কান্নার রোল মেঘালয়,যুদ্ধে করেছি শিথিল,
সাগর রক্তজল ভেসেছিলো অবিরল,আজ স্বাধীনতায় অমিল।

রচনাকাল
০৪।০১।২০১৫
ইউ এ ই ।