আড়াল থেকে দেখ'ছ কেন,লাজবাঁধা আঁখিদ্বয়,
মৃদু হাসি আমায় পাগল ক'রে,মনে গেঁথে রই।
চাউনি  তোমার হরিণ স্বভাব, স্পর্শ করে মন,
মাঘের হিমের শীতলপরশ,অনুভবে সারাক্ষণ।

শ্রাবণ মেঘের  বৃষ্টিধারা তোমার অধরের জল,
লাল  টুকটকে  ঠোঁটের রঙ্গে,মনে জাগে সচল।
রবি হাসে সুন্দর আলোর তরে এ বিশ্বচরাচরে,
তোমার হাসির রূপের ঝিলিক বক্ষভেদে ছিঁড়ে।

মণিহার খানি তোমার গলে,সদা চিকচিক ক'রে,
তোমার অঙ্গের রূপে মুক্তা যেন,খসে,খসেপড়ে।
মধুকর বুকের  জমাট পাহাড়  যেন রূপের খনি,
দোলা দিয়ে যায় মনের কোণে আমার চন্দ্রামনি।

দীর্ঘদিনের এই চুপি চুপি,মনে বেঁধে'ছ কেন জমাট,
যে প্রেমেতে তুমি ভাসছ,আমি ঐ প্রেমেতে তামাট।
এই নিবিড়মনে তোমার সনে,বলি লাজেবাঁধা কথা,
ক্লান্তহৃদয় শান্ত করো,দীপ্ত মনে প্রেমের সুখে গাঁথা।

রচনাকাল
০৩।০১।২০১৫
ইউ এ ই ।