এসো আজ হাত তুলি,ভোরের আকাশে কুসম কলি
গেয়ে যাই জীবনের গান,
চারিদিকে ঘিরে আছে, শুধু অন্যায় অপরাধে নাচে
কবিতায় চেষ্টা করি অবসান।
তাদের মুখে ধুলো-বালি ঠকিয়ে ভরায় নিজের থলি
মিথ্যে অহমিকায় ভরা মন,
জেগে তোল স্নেহপ্রেমরাশি,নদীতীরে বৃন্দাবন কাশী
এসেছে নূতন দিনে শুভক্ষণ।
উষার নবীন আলো,নোংরা মনের ঘরে আগুন জ্বালো
একবার ভাবো জীবন ক্ষণিকের,
আমি অনুনয় করি ,ওরে ও পাগল ধ্বংসের অস্ত্রধারী
মোহের টানে ক্ষতি করছিস অনেকের।
চারি দিকে ছড়াও সৌরভ, গেয়ে যাও মানব গৌরব
ন্যায়ের চাদরে কালো মেঘে বাসা,
যেই সুখ তুমি পাবে, প্রাণ যাবে তবু সদা মনে রবে
ভালো কাজে সততার সুখ খাসা।
রচনাকাল
০২।০১।২০১৫
ইউ এ ই ।