দৃষ্টি দিয়েছি সৃষ্টির কারুকাজে
মন্দের ঘরে জ্বালি আশার দীপ,
জানি আঁধারের পর আলো উঠে
নাবিক বেয়ে যায় গন্তব্যে শিপ।
আমি সেই নাবিক পাল তুলেছি
জীবনের আঁকাবাঁকা পথ ধরে,
কত ঝড় -ঝাপটা আসবে জানি
স্বপ্নময় শান্তিতে গৌরবের ঘরে।
যারা বুঝে না জীবনের স্বরলিপি
তারা করে দুনিয়ার যত অসঙ্গতি,
মন্দের মাঝে বিষাদ,ভালোয় সুখ
বুঝলে করবে সুখের মাতামাতি।
যখন নিভাবে তুমি অন্যের বাতি
মনে রেখ তোমার দীপ নিভু নিভু,
কবে কখন পড়ে রবে অলি গলি
সময় পার হ'লো,জানবে না কভু।
ধিক্কারে মুখ ফিরাবে বন্ধু সকল
বলবে "ছেড়ে দে মা কেঁদে বাঁচি"
আর ভালোর মাঝে রবে পুস্পাঞ্জলি
কেঁদে কেটে অস্থির হবে দিবারাতি।
এই ছোট্ট জীবনে থাকবে কিছুদিন
হে মানব দানব হয়ো না ক্ষমতায়,
মানুষের মাঝে বেঁচে রও মানবতায়
হুজুগের কবি আমি শিমুল বলে যাই।
রচনাকাল
৩০।১২।২০১৪
ইউ এ ই ।