উষার আলোয় মিঠে তেজে,তোমার চিকচিক করে মুখ,
আজ  শীতেলা পরশে ভরিয়ে দিবো মনের মাঘের সুখ।
চাদর হবো আমি তোমার অঙ্গ জুড়ে,অন্তরে ফোটা ফুল,
স্নান শেষে এলোকেশী চুল শুকাতে দিবে,সুগন্ধে আকুল।

আঁচলখানি উড়িয়ে দিবে,শীতের বাতাসে ঠকঠক অধর,
মধুকর বুকের উঠানামা যেন,ভালোলাগার পরশ সদর।
তোমার মৃদু হাসিতে প্রেমবরিষার স্রোতে,প্রবল জোয়ার,
নয়নের এক এক চাউনিতে ,উতাল করে মন মনোহর।

মনকাননে ডাকছে পাখি এত রূপ কোথায় রাখি,অপরূপা,
আঁচলখানি বক্ষে তুলোনা প্রেয়সী, ভালোবাসার শতরূপা।
দীপ জ্বেলেছি তোমার তৃষিত রূপের ঘরেএক পলক দেখ,
সেকি হায়!দীপ লাজে নিভে যায়,মোর নয়নে নয়ন রাখো।

এই হৃদয় সড়কে তোমার যাতায়াত,পায়েলের তালে তালে,
নক্ষত্রের রুপালি আগুনভরা রাতে দীপ,নরম তুলোর গালে।
আজ  শরম টুটা মন,লজ্জাহীন প্রদীপ, জোছনার উঁকি ঝুঁকি,
নোঙ্গর ফেলবো শীতেলা চুমু'র  হাসিতে,উষ্ণতায় চুপি চুকি।

রচনাকাল
২৯।১২।২০১৪
ইউ এ ই ।