মনে যখন উচ্চ আশা,তুচ্ছ কর সব,
সাহসের টানে এগিয়ে চল,ন্যায় কলরব।
'সবকর্মে' চিন্তা করো,হচ্ছে না তো ভুল,
যখন তুমি চিনবে নিজেকে ছিঁড়বে না চুল।
নির্মল করো আশার বাসা ত্যাগের মহিমায়,
সংশয়ে ক্লান্তি কেটে যাবে জীবন মোহনায়।
মরুর সূর্য উর্দ্ধাকাশে আগুন বৃষ্টি ঝরে,
সেই বৃষ্টিতে ভিজিয়ে নাও বিশ্ব চরাচরে।
ছোট্ট সময়ে অনেক আশা,রৌদ্রদগ্ধ পথ,
পেরুতে হবে সেই পথ ধরে,সাজাতে জীবনরথ।
নিন্দাবাদের জিন্দাবাদে ফোটাতে হবে ফুল,
যখন সেই ফুলেতে সুবাস দিবে ভাঙ্গবে ভুল।
স্বার্থ আর লোভের বশে,বিকিয়ে দিও না মন,
লালসার মুখ হয় না সুখ বুঝবে ক্ষয়ে,জীবন যখন।
সাত-রঙা রামধনুতে সাজাও ছোট্ট মানব জীবন,
নিঃশ্বাসের প্রাণ,স্রষ্টার দান আয়ু শেষে মরণ।
রচনাকাল
২৫।১২।২০১৪
ইউ এ ই