পৌষ এলো রে পৌষ এল
শীতের কাঁথা গায়ে মেলো
রসের হাঁড়ি,পায়েস মিঠাই
বাড়ি বাড়ি ধুম পড়লো।
শিশির জলে পায়ের মলে
খুকু নাচে তালে তালে
শীতের বাঁকল গায়ে দিয়ে
ছুটে চলে দলে দলে।
মিষ্টি ঐ অধর খানি
শীতে ফেটে টানাটানি,
শুকনো নিঃশ্বাস নাসারন্ধ্রে
হিমেল হাওয়ার কানাকানি।
বরফ জলে কুয়াশা তলে
ঊষায় রবির দীপ জ্বলে
প্রভাতের রোদ পোহানী
মধুর সুখে আয়েস তোলে।
পৌষ এলো রে পৌষ এল
কোমল ত্বকে শক খেলো
ছোট দিনের বড় রাতে
শীতকাহনে ঘুম বাড়ালো।
রচনাকাল
২৩।১২।২০১৪
ইউ এ ই ।