ঘুঙুর পরা আলতা পায়ে বালিকা সুগন্ধে ভরা এলোকেশে,
মনের মেঘপুঞ্জে শুক্লাকাশে,ছুটছে ঐশ্বর্যবেশে।
শুভ্রতার চলন বিলে মায়াবী ডাগর চোখে,
কালো আঁধারের শোভা বর্ধন নগ্ন নিশির তোপে ।
মনের আকাশের সোনালী দীপশিখা আজ বড় চঞ্চল,
রুধির লিপিকা জ্বালায় বাতি,বালিকার মন যে উচ্ছল।
আঁখিপাতে তার শঙ্খশুভ্র স্বপ্ন নীলিমায়,
রুপের বাহার করছে খেলা যৌবন মোহনায় ।
শস্যক্ষেত্র উর্বর ভূমি অঙ্গের ঝঙ্কার
কামিনী,যামিনী ফুলের সুধা যেন,ক্ষুধা মেটাবে বালিকার অহঙ্কার ।
রস-মধু-গন্ধ সুনির্মল বালিকার অঙ্গে টুইটুম্বর,
অমৃত পিয়ালে ক্ষুধা চুমিবে অর্ধনারীশ্বর ।

রচনাকাল
১৯।১২।২০১৪
ইউ এ ই ।