.                        যে আত্নার জন্ম সেই আত্নার মৃত্যু
                        তবে সেটা অসময়ে কেন ?প্রিয়জন শত্রু!!
আমাদের কবিতার আসরের  সবার প্রিয় কবি দেবাশিস সেন এঁর অকাল মৃত্যুতে আমরা আজ গভীর ভাবে শোকাহত। ভাবতেই  কষ্ট  হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নেই ।তিনি চলে গেছেন  না ফেরার দেশে। এ যে অবিশ্বাস্য !! আর যে কোন  নতুন কবিতা আসবে না। আর কোন  কবিতার  লাইন প্রসব  করবে না তাঁর তেজদীপ্ত কলমের কালি থেকে। অসীম মেধার ফুল ফোটবে না ।
কোন এক  কবিতায়  লিখেছিলাম বন্ধু দেবদা

            "যে দিন আমার চলে যাওয়ার ঘন্টা বাজবে হায় !!
           কোন বাধা মানবে না কোন কথা শুনবে না আমি নিরুপায়"।  
কথাটা আজ সত্যিতে পরিনত  হলো। তোমার যখন চলে যাওয়ার  ঘন্টা  বাজলো তখন  কোন বাঁধা মানলে না ।পরিস্তিতির শিকার  হয়ে নিরুপায়  হয়ে  ছেড়ে  চলে  গেলে!!  এ যে মানতে পারছি না । বাংলা  কবিতার আসরে  তোমার স্থান দখল  করার কারো সুযোগ নেই  তোমার শূন্যতা আমাদের  কুড়ে কুড়ে খাবে। তুমি থাকবে আমাদের মনের মাঝে অনন্ত কাল।

১ বছর ৬ মাসে এই আসরে তাঁর ৩৬১টি কবিতা লিখে কবিতার ইতিহাস করে  গেলে। শেষ কবিতার মত চির 'নিদ্রা'য় চলে গেলে হে কাব্যসম্রাট। আজ মন টা বড্ড বিষন্ন  যেখানেই থাকো, শান্তিতে থেক। আমরা তোমায় কভু ভুলব না  ।তোমার আত্মার চিরশান্তি কামনা করছি ।

http://www.mumbaimirror.com/mumbai/crime/Mentally-ill-woman-held-for-husbands-murder/articleshow/45540873.cms


http://www.bangla-kobita.com/debasish/