এই আকাশ এই বাতাস যত সব সৃষ্টির সেরা,
গড়েছেন বিধাতা নিজ হাতে,সবুজ শ্যামলে ঘেরা।
যুগ যুগ ধরে এই মণিপুরে যাওয়া আসার ভেলা,
জীবন আঙ্গিনা উর্বরের তরে করে যাচ্ছি খেলা ।
ভালোবাসি আমি আমার মত ছোট্ট এই জীবন,
ভয়,কখন এসে হাজির হবে অচিন পুরের মরণ।
জীবনের প্রতিটি ধাপে সুখের মাপে চুমুক অশেষ,
ভুলে যাই,যখন যিনি পাঠিয়েছেন তাঁর সব রেশ।
কথা ছিলো উপকারীর কথা স্বীকার করবো এ ভবে,
কিন্তু সুখের কথা ভাবতে গিয়ে সময় যে গেল কবে!!
ঘুর্ণিত চাবুক বিবেকের দ্বারে কড়া নাড়া দিয়ে যায়,
অদ্ভুত ক্ষমতা,সুখের নেশায় ভুলতে বসেছি প্রায়।
বিপদগ্রথিত উৎকর্ণ উৎকণ্ঠায় চালায় যখন চাকা ,
মনে পড়ে যায় মহান স্রষ্টার কথা,জীবন যখন বাঁকা।
ঐশ্বর্য ঘরে প্রাণের প্রাচুর্যে মনের দক্ষ পরিপাটি,
উল্লাসিত ক্ষণ অহংকারে ভুলে যায়,মরণ যে খাঁটি ।
যেথায় যত ধন সন্পদ,মুক্তির প্রচ্ছদপট নয়তো সেরা,
সেথায় সুতার রশিতে যখন টান পড়বে,দিতে হবে সাড়া।
আমরা যখন যে ভাবে যেথায় থাকি যদি ডাকি একবার,
বিশ্বাস তিনি এগিয়ে আসবেন,শতরূপা প্রেমে শতবার ।
বসো নামাজের ঘরে, পূজার তরে, করো নিজেকে ঋদ্ধ
আমরা মানুষ, এটাই সত্য, হিন্দু-মুসলিম-খ্রীষ্টান-বৌদ্ধ।
রচনাকাল
১৭।১২।২০১৪
ইউ এ ই ।